জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের পাটলী ইউনিয়নের আসামপুর এলাকায় ব্যাটারি চালিত টমটম গাড়ির চালক জামাল মিয়া রবিবার (২৭মে) রাত ১০টায় ছিনতাইকারীদের কবলে পড়েন।
ছিনতাইকারীরা চালক জামাল মিয়ার মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হন।
আটককৃত ছিনতাইকারীরা হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার তেরা মিয়ার ছেলে আব্দাল মিয়া (১৭) ও জালালপুর এলাকার আকিকুর রহমানের ছেলে জিয়াউর রহমান (১৭)।
বিষয়টি থানায় জানানো হলে এস আই লুৎফুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজন জানান, আটককৃতরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করায় পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এস আই লুৎফুর রহমান জানান, এ ঘটনায় পৌর শহরের ইসহাকপুর এলাকার আবাছ উল্ল্যার ছেলে টমটম চালক জামাল মিয়া বাদি হয়ে আব্দাল মিয়া ও জিয়াউর রহমানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ থানায় মামলা করেছেন। সোমবার (২৮ মে ) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জ.টুডে-২৯ মে ২০১৮/বিডিএন