জগন্নাথপুর টুডে নিউজ:
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামে বৃহস্পতিবার (৩১ মে) বিকেল ৫টায় মমিনুর রশীদ ও শাহজাহান মিয়ার লোকজনদের মধ্যে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ভাঁতগাঁও গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে তাজুল ইসলাম (৬০), মাওলানা রমজান আলীর ছেলে মমিনুর রশীদ (৩০) ও হুমায়ুন রশীদ (২৮) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, ভাতগাঁও গ্রামের রমজান আলীর মেয়ে রহিমা বেগম সরকারি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে শাহজাহান মিয়া পানি নিতে বাধা দেয়। এনিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জ.টুডে-৩১মে২০১৮/বিডিএন