জগন্নাথপুর টুডে নিউজ:
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার (৩ জুন) জগন্নাথপুর পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্ট মাহিমায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ বলেছেন পবিত্র রমজান হচ্ছে খোদাভীতি, আত্মশুদ্ধি, আত্মগঠন ও তাক্বওয়া অর্জনের মাস।
তাই মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে আদর্শ সমাজ বিনির্মানের লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস কর্মীদের তাক্বওয়া অর্জন করতে। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মনঈম শাহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন আহমদ।
ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুনসিফ আলী, সেক্রেটারি মাওলানা সৈয়দ শাহিন আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা তহুর আহমদ তৈফুর, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা আব্দুল কুদ্দুছ,
সহ-সেক্রেটারি মাওলানা শামসুল হক, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার শিক্ষা ও ক্যানভাস বিষয়ক সম্পাদক হাফেজ তারেক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান,
উপজেলা প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, অফিস সম্পাদক মাওলানা আকবর আলী, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর পৌর শাখার সাংগঠনিক মতিউর রহমান আরশদী, ছাত্র জমিয়ত নেতা শাহীনুর রহমান, সাংবাদিক আব্দুল ওয়াহিদ প্রমূখ।
ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।
জ.টুডে-৩ জুন ২০১৮/বিডিএন