স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মীরপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে ঘীরে সকাল থেকেই দলীয় নেতা কর্মীদের উতসব মুখর পরিবেশে মুখরিত হয়ে উঠে সম্মেলন স্থল। এছাড়াও সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীদের ব্যানার ফেস্টুন শোভা পায় সম্মেলন স্থলসহ পুরো এলাকায় । সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ শান্তির প্রতীক পায়রা উঁিড়য়ে সম্মেলনের সূচনা করেণ। পরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন জাতিয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ভোধন করেণ। শুরুতে আওয়ামী লীগের প্রয়াত নেতা কর্মীদের সম্মানে দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে সু-সংগঠিত করে দেশকে একটি উন্নয়ন ও সু শৃংখল রাষ্ট্রে পরিনত করেছেন। তিনি ঐক্যবদ্ধ ভাবে দলীয় কার্যক্রমকে গতিশীল করে তুলতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মীর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। মীর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জমির উ্িদ্দনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, যুগ্ম-সম্পাদক লুতফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভ’ইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, মীরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, হাবিবুর রহমান বাবুল, মীরপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান, মীরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ দুলন, সদস্য আফরুজ আলী। শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেণ মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ হাবিব, গীতা পাঠ করেণ আওয়ামী লীগ নেতা বিজয় পাল। শোক প্রস্তাব পাঠ করেণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান মুহিব। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক রিপোর্ট পেশ করেণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাবুল মিয়া।
সম্মেলনে যুক্তরাজ্যের মীডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক,ত্রান বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল গফুর,কলকলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি ফখরুল হোসেন,ইউনিয় আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী, কদরিছ আলী মিজানুর রহমানর, বশির আহমদ, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আতিক মেম্বার, বাদশা মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী মন্জুরুল আমীন দুয়েল, সাদেকুর রহমান সাদ, সাজাদ খান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, জগন্নথপুর উপজেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি মহি উদ্দিন সেলিম, যুগ্ম-সম্পাদক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক লিতু খান, কয়েছ মিয়া, সুহেল আহমদ, সমাজ সেবা সম্পাদক জহুর মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সদস্য সুলতান মিয়া, তাজুদ খান, ইউনিয়নের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আক্তার মিয়া, সুফি মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদকএনামুল খান এনাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, প্রমূখ সম্মেলনে উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন । জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান শীঘ্রই কমিটি ঘোষনা করা হবে ।