জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা তরুন সমাজকর্মী শিক্ষানুরাগী আজমল হোসেন মিঠু।
গত ৫ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট’র বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ৪ সদস্যের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ৬মাসের জন্য অনুমোদন করেছেন।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম আকন্দ শিক্ষক প্রতিনিধি, মো: শাহ গোলাপ মিয়া অভিভাবক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব।
এদিকে আজমল হোসেন মিঠু রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় সুশীল সমাজসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।
জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন