জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারের মাধ্যমে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের ১০টি শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে ৫০লাখ টাকা অনুমোদন হওয়ার পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রতিষ্টানগুলো হচ্ছে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৫লাখ টাকা, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, বালিকান্দি ইসলামিয়া মাদ্রাসায় ৫লাখ টাকা, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া মাদ্রাসায় ৫লাখ টাকা, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে ৫লাখ টাকা, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫লাখ টাকা, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, শ্রীরামপুর ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, পাগলা নারাইনপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৫লাখ টাকা।
অর্থ প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্টানের সংস্কার ও উন্নয়নের জন্য ৫০লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ইতো মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জ.টুডে- ৬ জুন ২০১৮/বিডিএন