জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য তরুন সমাজকর্মী মো: মাশ্বাদুল হক চৌধুরী রাসেলের পিতা মাহমুদুল হক চৌধুরীর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৮ জুন) পৌর শহরের বাড়ি জগন্নাথপুর বাগজুর এলাকায় তার নিজ বাস ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনদের উপস্থিতিতে ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর শহরের বটেরতলস্থ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম তারেক।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌরসভার সচিব মো: মোবারক হোসেন, জগন্নাথপুর থানার এস আই হাবিবুর রহমান-২, জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার আবু সুফিয়ান ঝুনু, চিলাউড়া আলিম মাদ্রাসার প্রভাষক আল-মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা আবু আইয়ুব আনসারী,
জগন্নাথপুর উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সদস্য মো: মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ রহমান, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হুমায়ুন কবির,
জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, বাস মালিক আহবায়ক কমিটির সাবেক সভাপতি ওয়াফির মিয়া, সাবেক সহ-সভাপতি বিশ্ব পাল, ডাইভার সমিতির আহবায়ক কমিটির সাবেক সভাপতি আব্দুল মুতালিব, জগন্নাথপুর শ্রমিক সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া, বর্তমান সেক্রেটারী রেজন মিয়া, বিএনপি নেতা নিজাম উদ্দিন, তকবুর মিয়া, ব্যবসায়ী রাজিবুল হক চৌধুরী, আল আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী এমরান হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জ.টুডে- ৮ জুন ২০১৮/বিডিএন