জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস।
তরুন প্রজন্মসহ উদীয়মান যুবক নেতৃবৃন্দকে রমজানুল মোবারক ও শুভেচ্ছা জানিয়ে তিনি দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আলোর দিশারী উল্লেখ করে বলেন সব বাধা চক্রান্ত অতিক্রম করে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
দেশের এই অগ্রযাত্রায় শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী শনিবার ( ৯ জুন ) জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেনা। দেশ ও জাতীর উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের মানুষের কল্যানে কাজ করে যাওয়ার আহবান জানান। প্রতিমন্ত্রী দীর্ঘ ৯বছরের স্মৃতি চারন করে বলেন আপনাদের সাথে কাজ করে সম্মানিত হয়েছি।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতার ঋন কখনো শোধ করা যাবেনা। তিনি আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদের নেতৃত্বে জগন্নাথপুরে আওয়ামী লীগ অত্যান্ত সুশৃংখল ভাবে দলীয় কার্যক্রমের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি বলেন দলের মধ্যে নানা ধরনের মতের মানুষ ঢুকে কোন্দল ও বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।
আমাদের সাবধান হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবেনা। তিনি বঙ্গবন্ধু কন্যা সাহসি সৎ অত্যান্ত অভিজ্ঞ গরীব, কৃষক, শ্রমিক, নারী ও শিশু বান্ধন নেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার জন্য আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন নেতা সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যরিষ্টার এনামুল কবির ইমন, যুগ্ম সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সাধারন রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম,
সিলেট মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহানগর যুবলীগের সাবেক সভাপতি সিলেট জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ,
জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রশীদ ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিপক কান্তি দে দ্বিপাল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,
মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ,
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শাহ নিজামুল করিম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোতাহির আলী,
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুয়েল আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, গীতা পাঠ করেন সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, সহ-সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল অদুদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,
জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা এলাকার বাসিন্দা মাহতাবুল হাসান সমুজ, সিলেট মহিলা আওয়ামী লীগ নেত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সাবিনা সুলতানা হালিমা, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক,
যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,
সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর,
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্নাসহ প্রায় দেড় সহস্্রাধিক আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতীর অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু।
জ.টুডে-৯ জুন ২০১৮/বিডিএন