স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ।
শোকর্বাতায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। পরিকল্পনামন্ত্রী শোকবার্তায় বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন,
জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ লালন করে দেশ ও জনগনের কল্যাণে কাজ করে গেছেন। তার কর্ম মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে ।