নিজস্ব প্রতিবেদক::
সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের স্থানীয় দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আরটিভির স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ আবেদ মাহমুদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেসক্লাব এর আইন উপদেষ্টা এডঃ জিয়াউর রহিম শাহিন, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, জহিরুল ইসলাম লাল মিয়া, সভাপতি আলহাজ্ব কায়েছ চৌধুরী, সহ সভাপতি শাহ এস এম ফরিদ, গোলাম সারোয়ার, সাধারন সম্পাদক জুয়েল আহমদ, সহ সাধারন সম্পাদক জামাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ফরীদি, প্রচার সম্পাদক দুলন মিয়া, দপ্তর সম্পাদক সুজাত আলী, মহিলা বিষয়ক সম্পাদক আরজিনা খানম, তথ্য প্রযুক্তি সম্পাদক আশরাফুল আলম, নির্বাহী সদস্য আবু বকর, জামাল হোসেন, সদস্য জাবির আহমদ চৌধুরী, কাসেম আহমদ, ফরহাদ আহমদ রেহান, রুম্মান আহমদ, আহমদ সুজন ও সুয়েব আহমদ।
বিবৃতিতে প্রয়াত সাংবাদিক মোঃ আবেদ মাহমুদ চৌধুরীর বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ আবেদ মাহমুদ চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২২ শে জুলাই রোজ বুধবার ১১ ঘটিকার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যু বরন করেছেন। মৃত্যু কালে স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জে টু ডে/জে.এম