স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে দুই ইজিবাইক গাড়ির মূখোমূখি সংঘর্ষে শিশুসহ আহত হয়েছেন ১৩জন।
আজ সোমবার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের পাইলগাঁও ইউনিয়নের সাতা পয়েন্ট এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পাইলগাঁও বডিং এলাকা থেকে একটি ইজিবাইক গাড়ি যাত্রী নিয়ে সাতা যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছেড়ে অপর আরেকটি ইজিবাইক গাড়ির সঙ্গে
সংঘর্ষ বাঁধে। এতে দুইটি গাড়িই সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।