স্টাফ রিপোর্টার:-
বিপুল উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দমূখর পরিবেশে,নারী শিক্ষার আধুনিক ও মানসম্মত বিদ্যাপিঠ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিরাজুল হক, যুক্তরাজ্য প্রবাসী আশিক চৌধুরী, আব্দুল খালিক ও আনোয়ার আলীর যৌথ অর্থায়নে শিক্ষার্থীদের কলেজে যাতায়াতে বিনামূল্যে বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য সিদ্দিক আহমদ বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরক্ষর, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি করেছেন।
তিনি শিক্ষার্থীদের গুনগত মানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি নারী শিক্ষা প্রসারে পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক সহ দেশ ও প্রবাসে অবস্থানরত পাটলী ইউনিয়ন বাসীর সহযোগিতায় মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য ভূয়শী প্রশংসা করে-এর অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে- চেয়ারম্যান সিরাজুল হক সহ কলেজের সাথে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও কলেজের বাংলা প্রভাষক মিজান আহমদের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন- লন্ডন প্রবাসী আব্দুল খালিক, লন্ডন প্রবাসী মো. রিয়াজ আলম (আনছার) , কলেজের অধ্যক্ষ মস্তফা মিয়া,কলেজ বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাহার উদ্দিন , সদস্য আব্দুল মুবিন প্রমূখ।
অনুষ্ঠানে এসময় বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুল জলিল, কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি হাজি মো. লালা মিয়া, সমাজসেবক আনোয়ার মিয়া, মুক্তার মিয়া, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য মুক্তার মিয়া কোরেশী, সদস্য আসাদুর রাজা চৌধুরী, সদস্য আব্দুল আজিজ, সদস্য রফিকুল ইসলাম দুলা, হিরন মিয়া চৌধুরী,
হাজী কান্দর মিয়া, পারুল মিয়া, গোলাপ মিয়া, নৌশা মিয়া, প্রবাসী আব্দুল হান্নান , পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াহিদুর রাজা, সদস্য জসিম উদ্দিন ফারুক, সদস্য এখলাছুর রহমান, মুরব্বী আতিকুর রহমান কোরেশী, শাহজামাল, আব্দুল মালিক চৌধুরী, আব্দুল হান্নান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে কলেজের একাদশ শ্রেণীর ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
এ’হাই/ জ টুডে