স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুইজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আজ মঙ্গলবার ( ২৭ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তদের মধ্যে একজন হলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের কমপ্লেক্স এলাকার বাসিন্দা এবং অপরজন উপজেলার সৈয়দপুর নোয়াগাঁও গ্রামের।
গতকাল সোমবার (২৬ অক্টোবর ) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। অপর আক্রান্ত ৬ জন হোম আইসোলেশনে আছেন।