সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

প্রেস ইনস্টিটিউট পিআইবি কর্তৃক সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সহ ১০টি উপজেলার ৩৫জন সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি ) কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃস্পতিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ শহীদ জগত জ্যোতি পাঠাগার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: জসিম উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অবিচার, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সর্বদা সোচ্চার থাকেন । তবে অপসাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকারক। একজন প্রকৃত সাংবাদিক সব সময় দেশ ও জনগনের কথাই চিন্তা করেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিআইবি‘র প্রশিক্ষক শাহ আলম সৈকত, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু, পারভেজ আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ আল জিনাত।

 

এছাড়াও প্রশিক্ষণার্থী সাংবাদিকদের সাথে এবং অতিথিদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পিআইবি‘র মহাপরিচালক জাফর ওয়াজেদ। পরে প্রশিক্ষিত সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: জসিম উদ্দিন।

প্রসঙ্গত , গত ৫,৬,৭ নভেম্বর সুনামগঞ্জ জেলার ৩৫ জন ৮ ও ৯ নভেম্বর স্কুজ পড়ুয়া শিশু এবং ১০,১১, ও ১২নভেম্বর উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৭নভেম্বর জেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পিআইবি‘র মহাপরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত থেকে সনদ পত্র প্রদান করেন।

 

এদিকে উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ১০ নভেম্বর প্রশিক্ষণের প্রথম কর্মদিবসে সংবাদ ধারণা , ১১ নভেম্বর দ্¦িতীয় কর্মদিবসে সাক্ষাৎকার ও ফিচার এবং ১২ নভেম্বর তৃতীয় কর্মদিবসে অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণের রিসোর্সপার্সন ছিলেন পিআইবি‘র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, ডেইলিস্টার‘র সাবেক চীফ রিপোর্টার আবুল কালাম আজাদ, যমুনা টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। প্রশিক্ষণে অংশ নেন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি দৈনিক মানবজমিন‘র শংকর রায়, দৈনিক ইত্তেফাক‘র মো. আব্দুল হাই, দৈনিক প্রথমআলো‘র অমিত দেব, দৈনিক কালেরকন্ঠ‘র আলী আহমদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের কাগজ‘র হোসাইন আহমদ, দৈনিক যায়যায়দিন‘র মো. ফয়জুল ইসলাম সোহেল তালুকদার,

দৈনিক আমাদের সময়‘র মো. নুরুল হক, বিশ^ম্ভরপুর উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের কাগজ‘র স্বপন কুমার বর্মণ, দৈনিক যায়যায়দিন‘র কাজী সালেহ আহমদ, জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক যায়যায়দিন‘র ওয়ালী উল্লাহ সরকার, দৈনিক ভোরের কাগজ‘র অঞ্জন পুরকায়স্থ, দৈনিক যুগান্তর‘র হাবিবুর রহমান , দৈনিক সংবাদ‘র আকবর হোসেন, ধর্মপাশা উপজেলা প্রতিনিধি দৈনিক সমকাল‘র এনামুল হক, দৈনিক ভোরের কাগজ‘র জুবায়ের পাশা হিমু, দৈনিক আমাদের সময়‘র সাজিদুল হক,

ছাতক উপজেলা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক‘র আব্দুল আলীম, দৈনিক কালেরকন্ঠ‘র মাহবুব আলম, দৈনিক যুগান্তর‘র আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা প্রতিনিধি দৈনিক সমকাল‘র আমিনুল ইসলাম, দৈনিক যায়যায়দিন‘র বাবরুল হাসান বাবলু, দৈনিক ইত্তেফাক‘র আলম সাব্বির, দৈনিক ভোরের কাগজ‘র সাজ্জাদ হোসেন শাহ, দিরাই উপজেলা প্রতিনিধি দৈনিক কালেরকন্ঠ‘র আবু হানিফ চৌধুরী ,

দৈনিক যুগান্তর‘র জিয়াউর রহমান লিটন, দৈনিক মানবজমিন‘র মোশাহিদ আহমেদ, দৈনিক ভোরের কাগজ‘র রুমান আহমদ, শাল্লা উপজেলা প্রতিনিধি দৈনিক সংবাদ‘র পিসি দাস পীযুষ, দৈনিক ভোরের কাগজ‘র জে সি বিশ^াস যতীন, দৈনিক ভোরের কাগজ‘র আনিসুল হক মুন, দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধি দৈনিক আমাদের সময়‘র আশিক মিয়া, দৈনিক শ্যামল সিলেট‘র হারুন অর রশীদ , দৈনিক ভোরের কাগজ‘র বজলুর রহমান, গণকন্ঠ‘র আশীষ রহমান।

জটুডে/এ হাই

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook