স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে শহরের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক পাকা করণ ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। এর ধারাবাহিতকায় কেশবপুর-রসুলগঞ্জ এলজিইডি সড়কের সাথে সংযুক্ত কেশবপুর নতুন পাড়া এলাকার সাড়ে তিনশ ফুট সড়কের সিসি পাকা করণ কাজের উদ্বোধন করা হয়। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
উদ্বোধন শেষে তিনি বলেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় ইতোমধ্যে পৌর সভায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পঁচিশ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ট্রিটমেন্ট প্লান্ট , ওভারহেড ট্যাংক ও ড্রেইনেজ কাজ শুরু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন কাজে সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন তারণ্যের অহংকার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া।
এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলার তাজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পুলক রায়, কার্য সহকারি রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মহরম আলী, হুশিয়ার আলী, মানিক লাল দে, সুশীল বৈদ্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।