স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বৃহত্তর চিলাউড়া গ্রামের তরুণ যুবক এবং যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী , দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠিত চিলাউড়া ইউনাইটেড ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার বৃহৎ নলুয়া ও মইয়ার হাওড় বিধৌত প্রাকৃতিক সুন্দর্য্যরে অপরূপ বৃহত্তর চিলাউড়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী চিলাউড়া ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা হুমায়ূন রশিদ মামুন, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা আজিজুর রহমান আজিজ, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা মো: জহিরুল ইসলাম লেবু, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা মো: রিপন মিয়া,
যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা জিহাদুর রহমান জিকু, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আরশ মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা মো: হেলাল মিয়ার সার্বিক সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে সামাজিক সংগঠন চিলাউড়া ইউনাইটেড ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়।
বুধবার বিকেল তিন টায় চিলাউড়া বাজারে ইউনাইটেড ক্লাবের কার্যালয় উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকার সামাজিক কর্মকান্ডে ইউনাইটেড ক্লাব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে প্রত্যাশা করে, ক্লাবের সাথে সংশ্লিষ্ট প্রবাসী সহ সকল সদস্যদের প্রতি অভিনন্দন জনান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউরোপ জগন্নাথপুর প্রতিনিধি ও আন্তর্জাতিক গীতি কবি সাংস্কৃতিক পরিষদ ইউকের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল হাই, ইউপি সদস্য সুজাত মিয়া।
চিলাউড়া ইউনাইটেড ক্লাবের সভাপতি জুনু আহমেদ ছামীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড ক্লাবের সাধারন সম্পাদক রেদুওয়ান আহমদ বাবুল।
খোকন আহমেদ এর পরিচালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন , সাবেক ইউপি সদস্য ছব্বির মিয়া, সমাজসেবক দিলোয়ার হোসেন দিলু, ফুল মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তাজ সহ আরো অনেকে।
এসময় বিশিষ্ট মুরব্বি হানিফ উল্লাহ, ইউপি সদস্য মো. রুবেল আহমদ, বিশিষ্ট মুরব্বি ফারুক মিয়া, সাবেক ফুটবলার দোলন আহমেদ দুলু, সালিশী ব্যক্তিত্ব নুর মিয়া, সমাজ সেবক লিলু মিয়া, চিলাউড়া ইউনাইটেড ক্লাবের সহ-সভাপতি মো. জাহেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেজু, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হাসান অর্থ সম্পাদক মানজারুল ইসলাম মুরাদ,
সাংস্কৃতিক সম্পাদক মো. শিপু মিয়া টিম ম্যানেজমেন্ট মো. শাহিন মিয়া, প্রচার তায্যিম আহমদ, অফিস সম্পাদক তারেক আহমদ, প্রচার সম্পাদক মুরাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য হেরিস মিয়া, মহন মিয়া, সদস্য আফসান চৌধুরী , আমির হোসেন, কিবরিয়া, ফয়ছল মিয়া, যুবরাজ, মিলাদ মিয়া, রেজাউল করিম, আকবর, রাহিমুল, নাঈম, ইজাজুল হক, জাবেদ, নাঈম আলী, জাহিদ, নয়ন চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য খোকন আহমেদ। পরে ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেয়া হয়।
প্রসঙ্গত : চলতি বছরের মে মাসে ৮৪ সদস্য বিশিষ্ট চিলাউড়া ইউনাইটেড ক্লাব গঠন করা হয়। ক্রিড়া ও সংগীতের সাথে জড়িত ব্যক্তিরা ক্লাবের নিয়ম শৃংখলা মেনে সদস্য অর্ন্তভুক্তি হতে পারবেন বলে জানান ক্লাবের সভাপতি মো. জুনু আহমেদ ছামী ও সাধারণ সম্পাদক রেদুওয়ান আহমদ বাবুল।
জটুডে/এহাই