স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে যুক্তরাজ্য জাতীয় শ্রমীক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী,সমাজসেবক আবুল খায়ের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য জাতীয় শ্রমীক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য ,যুক্তরাজ্য সুনামগঞ্জ সমিতির জনসংযোগ বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর -ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি আবুল খায়েরকে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি আবুল খায়েরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে পৌরসভার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলার খলিলুর রহমান, কাউন্সিলার তাজিবুর রহমান, কাউন্সিলার দিলোয়ার হোসেন , কাউন্সিলার দীপক গোপ, নারী কাউন্সিলার নার্গিস ইয়াসমিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে মেয়র মিজানুর রশীদ ভূইয়া বলেন, প্রবাসীরা নারীর টানে দেশ ও নিজ এলাকার কল্যাণে সরকারের পাশাপাশি শিক্ষা সহ বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন । মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন প্রবাসীদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।তিনি সংবর্ধিত অতিথি আওয়ামী লীগের নিবেদীত কর্মী আবুল খায়েরের প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা কামনা করেন।
এসময় পৌরসভার কর কর্মকর্তা এলাইছ মিয়া, আব্দুস সালাম, বিমল বনিক, কার্যসহকারি পুলক রায়, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী এবং পৌরসভার কর্মকর্তা, কর্মচারীগন সহ সূধীজন উপস্থিত ছিলেন।
পরে মেয়র মিজানুর রশীদ ভূইয়া পৌরসভার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আবুল খায়েরের হাতে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন।
জটুডে/হাই