স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় জগন্নাথপুর সহ পুরো জেলা ব্যাপি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। ইতি মধ্যে সুনামগঞ্জ জেলায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। এ অঞ্চলের মানুষের স্বপ্নের রানীগঞ্জ সেতু কাজ দ্রুত গতিতে চলছে। আগামী বিজয় দিবসে পদ্মা সেতুর উদ্বোধনের সাথে রানীগঞ্জ সেতুরও উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী এম এ মান্নœান। তিনি দেশের উন্নয়ন অগ্রতিতে সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
তিনি আজ শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতুর অগ্রগতি পরিদর্শন শেষে জনসভায় উপরোক্ত কথাগুলো বলেছেন। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আাওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, যুক্তরাজ্য আাওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আাওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক শেখ ছদরুল ইসলাম ও রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহানুর আহমেদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা মমরাজ হোসেন রাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আাওয়ামী লীগ সহ- সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পৌর মেয়র মিজানুর রশিদ ভূইয়া, জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহানুর আহমেদ শানুর,
উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সহ-সভাপতি মাহমুদুল হাসান হিবলু, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রিপন মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্বাস আলী, গীতা পাঠ করেন অতিন্দ্র সূত্রধর।
এসময় আওয়ামী লীগ নেতা হাজী মকবুল হোসেন, রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান টাকুর, মৌলানা মস্তফা কামাল, যুবলীগ নেতা হুমায়ুন আহমদ, আনোয়ার মিয়া, গোলাম রব্বানী, দুলন আহমদ, সাইফুর রহমান রিপন, জালাল উদ্দিন, মালেক উদ্দিন, ইকবাল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নত জাতি হিসেবে মর্যাদা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন। গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য গুচ্ছ গ্রামের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন এসব প্রকল্পে কোন অনিয়ম সহ্য করা হবে না। এ জন্য তিনি সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখার আহ্বান জানান তিনি।
এর আগে মন্ত্রী এম এ মান্নান সিলেট বিভাগের দীর্ঘ কুশিয়ারা নদীর ওপর ১শ ২৬ কোটি টাকা ব্যায়ে ৭০২ মিটার দৈর্ঘ্য রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়াও তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত রানীগঞ্জ সড়ক থেকে অনন্ত গোলাম আলীপুর সড়কের উদ্বোধন করেন। এছাড়াও ৫৫ লাখ ৪৫হাজার টাকা ব্যায়ে নির্মিত ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,
উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুদন ধর, সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,
শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, পাইলগাঁও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া সহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জ-টুডে এহাই/২৫/ডিসেম্বর