র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে একটি আভিযানিক দল রবিবার (১৫ জুলাই) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চেংগাইয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে দোয়ারাবাজার উপজেলার চেংগাইয়া গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আসমত আলী (৬০)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চেংগাইয়া গ্রামস্থ জনৈক শাহানুর আলীর বসত ঘরের পিছনে পশ্চিম পাশের্^ কাঁচা রাস্তার উপর হতে
১কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসমত আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত মাদক ব্যবসায়ীকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জ. টুডে ১৬ জুলাই ১৮/এইচ কে