আনোয়ার কোরেশী সৈয়দপুর থেকে:-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া কোরেশী যুক্তরাজ্য বসবাসরত প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ‘সান্ডারল্যান্ড বাংলাদেশী কমিউনিটি সেন্টারে’ আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মোঃ মকসুদ মিয়া কোরেশী বলেন আমি নৌকা মার্কা প্রতিকের আশাবাদী। নৌকা প্রতিক পেলে ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য মকসুদ মিয়া কোরেশী মুরব্বীয়ান, যুবকসহ সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। উপস্থিত লোকজন এ ধরনের একটি উদ্যোগের জন্য চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া কোরেশীকে স্বাগত জানান।
সৈয়দ খালিদ মিয়া অলিদ-এর সভাপতিত্বে ও মোঃ জাবিছ জিম্মাদারের পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দ ময়নুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান, জাহাঙ্গীর কোরেশী মকুল, সৈয়দ জিয়াউল বারি, মো: মাসুক মিয়া কোরেশী, সৈয়দ জিয়াউল ইসলাম, সৈয়দ তছদুক, শাকির আলম কোরেশী, সৈয়দ জয়নাল, মো: সাজনুর, মো: খালিক মিয়া, সৈয়দ একুত মিয়া, ইকবাল তালুকদার, সৈয়দ আজমান আলী, সৈয়দ সজ্জাদ মিয়া, মো: আখতার কোরেশী, ছালিক আহমদ ছুলেমান, সৈয়দ রাব্বানী, মো: সৈয়দ খইরুল ইসলাম, সৈয়দ আওছাফ,
মোঃ ফখরুল ইসলাম, সাবুল মিয়া, শেখ সাইদুল, সৈয়দ কাওছার আহমদ, সৈয়দ জিলু মিয়া, মল্লিক শামিম, সৈয়দ সজনু মিয়া, মল্লিক ফেদল, সৈয়দ রুবেল, সৈয়দ ছাবির, মো: মারুফ কোরেশী, মো: শুবন কোরেশী, লোকমান কোরেশী, সৈয়দ আমিনুল ইসলাম, মো: আনার মিয়া, মো: ফংকি, মল্লিক শেলু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহীনুর আহমদ। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নবাসীর যুব সমাজের আইকন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠস্বর, শিক্ষানুরাগী, সমাজ সেবক, মেহনতী মানুষের আপনজন মো: মকসুদ মিয়া কোরেশীকে নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়নবাসীর সেবা করার জন্য সু-পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে সবার সহমত পোষনের মাধ্যমে মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।