স্টাফ রিপোর্ট ঃ-
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেনের সমর্থনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশাল উঠান বৈঠকে সুনাগন্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সিদ্দিক আহমদ বলেন উপজেলাবাসীর উন্নয়ন অগ্রযাত্রা কে আরো বেগবান করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন কে বিজয়ী করতে নাগরিক বৃন্দের প্রতি জোর দাবী জানান।
উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন বলেন এটাই আমার শেয নির্বাচন আপনাদের অকৃতিম ভালোবাসা আমাকে আরো বেশি প্রেরণা যোগিয়েছে।তিনি আরো বলেন জীবনের শেষ সময় টুকু জনসাধারণের কল্যাণে কাজ করে যেতে চাই,স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি কল্যান কান্তি রায় সানীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা আওয়ামী লীগের সদস্য ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়,তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহ প্রচার সম্পাদক, ফিরোজ আলী,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, , উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পাঁচ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল হক শফিক, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম, ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বর্তমান কাউন্সিলর কৃষ্ণ চন্দ, গ্রামের মুরব্বি আকামত আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক,উপজেলা আওয়ামী লীগের সদস্য আফু মিয়া, ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকুল ভট্টাচার্য,পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব পাল, পৌর আওয়ামী লীগের আব্দুল জলিল ময়না, সুরাই দাস, এস কে চৌধুরী শিমু, নেছাউর মিয়া, সুনামগন্জ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রলীগের সজিব রায় দূর্জয়,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ সহ আরো অনেকে
।উঠান বৈঠকে নৌকার সমর্থনে খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক সমর্থকেরা সমবেত হন।জটুডে /এহাই