আমিনুল হক ওয়েছ, লন্ডন অফিস:
আঞ্জুমানে আল-ইসলাহ ইউকের উদ্যোগে উলামা কনফারেন্স এবং লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের ২০১৮-২০ সেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ জুলাই) লন্ডনের দারুল হাদীস লাতিফিয়ায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আম্বিয়ায়ে কিরামের উত্তররাধিকারী হিসেবে উলামায়ে কিরামের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
মুসলিম উম্মাহর বর্তমান ক্রান্তিলগ্নে উলামায়ে কিরামকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদা-বিশ্বাস ও সঠিক দ্বীনি শিক্ষা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
আঞ্জুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস আল্লামা আবদুল জলিলের সভাপতিত্বে, সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসানের যৌথ পরিচালনায় উলামা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাতিফিয়া উলামা সোসাইটির সাবেক প্রেসিডেন্ট হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী, হযরত মাওলানা শামসুদ্দীন নূরী, হযরত মাওলানা নজরুল ইসলাম ও লাতিফিয়া কারী সোসাইটির প্রেসিডেন্ট হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন।
বুটেনের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক উলামায়ে কিরামের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, লাতিফিয়া উলামা সোসাইটির সাবেক সেক্রেটারি মুফতী আবদুর রহমান নেজামী, আঞ্জুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কয়েছুজ্জমান, জেনারেল সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ্ব আবদুস সালাম, মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি আলহাজ্ব মিসবাউর রহমান প্রমূখ।
উলামা সমাবেশে আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের তত্ত্বাবধানে এবং উপস্থিত উলামায়ে কিরামের সম্মতিতে ২০১৮-২০২০ সালের জন্য লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন প্রেসিডেন্ট মাওলানা শেহাব উদ্দীন, ভাইস-প্রেসিডেন্ট মাওলানা আবদুল মালিক, মাওলানা আবদুল কাহহার, জেনারেল সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা খায়রুল হুদা খান, ট্রেজারার মাওলানা রফিক আহমদ।
তাছাড়া বৃটেনে বসবাসরত উলামায়ে কিরামদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে ৪টি কাউন্সিল গঠন করা হয়। সেগুলোর মধ্যে ওভারভিউ ও স্ক্রুটিনি কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন হযরত মাওলানা হাফিজ আবদুল জলিল, হযরত মাওলানা মুফতী ইলিয়াস হোসাইন, হযরত মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শেহাব উদ্দীন, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। রিসার্চ কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন মাওলানা আবদুল আউয়াল হেলাল, মাওলানা মুফতী শাহজাহান মাহমুদ, মাওলানা হুসাইন আহমদ আমিনী, মাওলানা মুহিব আল কাসিম।
ফতোয়া কাউন্সিলের দায়িতপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন মাওলানা মুফতী আশরাফুর রহমান, মাওলানা হাফিজ হেলাল উদ্দিন, মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা মারুফ আহমদ। তারবিয়াত কাউন্সিলের দায়িতপ্রাপ্ত উলামায়ে কেরামরা হচ্ছেন মাওলানা সালমান আহমদ চৌধুরী, মাওলানা আবদুল কাহহার, মাওলানা এম এ কাদির আল হাসান, হাফিজ মাওলানা বশির উদ্দিন।
জগন্নাথপুর টুডে/বিপ্লব