শাহেদ রহমান, লন্ডন অফিস :
লন্ডনে তিলপাড়া ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা কুয়েত ও ইয়েমেনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাস্ট্রদূত, সাভার ও চট্টগ্রাম সেনানিবাসের সাবেক জিওসি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এবং তরুন চিকিৎসক বিজিবি ৫২ নং ব্যাটেলিয়ান বিয়ানীবাজারের মেডিকেল অফিসার ডাঃ শিব্বির আহমদ সুহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই ) পুর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে ট্রাস্টের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) আসহাব উদ্দিন বলেছেন বাংলাদেশ সেনা বাহিনী ও বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের কূটনৈতিক দায়িত্ব পালন করেছি, অনেক সভা-সমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিয়েছি।
কিন্তু আজকের এই ‘স্বজন সংবর্ধনা’ অনুষ্ঠানে যোগ দিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে। তিনি আরও বলেন, জনকল্যাণমূলক যে কোন কাজে আমাকে ডাকবেন। স্বজনদের মুখে হাসি ফুঁটানোর চেষ্টা করবো। অপর সংবর্ধিত অতিথি ডা. শিব্বির আহমদ সুহেল বলেন, তিলপাড়া ইউনিয়নের মানুষ সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু বিচ্ছিন্ন, ঐক্যবদ্ধ হলে আমরা আরো বিকশিত হব।
ট্রাস্টের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. জাকারিয়া আহমদ, ডা. আলা উদ্দিন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি আলহাজ মুহিবুর রহমান মুহিব, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও সাব উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক কাউন্সিল লিডার হেলাল আব্বাস, কাউন্সিলার শাহ সুহেল আমিন, কাউন্সিলার রুহুল আমিন, কাউন্সিলার সাদ চৌধুরী,
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ইউকের সাবেক সভাপতি হাজী আব্দুছ সফিক, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি জাহাঙ্গীর খান, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি হাবিবুর রহরমান ময়না,
বিসিএ ইউকের সাবেক সাধারণ সম্পাদক আসরাফ উদ্দিন, ট্রাস্টের সহ-সভাপতি আকরম আলী এমাদ, যুগ্ম সম্পাদক সামছুল হক এহিয়া, আব্দুল হাকিম হাদী, নাছির উদ্দিন ফয়ছল, জুবের আহমদ প্রমুখ। অনুষ্টানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ট্রাস্টের পক্ষে আতাউর রহমান আবু, সুনাম উদ্দিন, নাছির উদ্দিন ফয়ছল ও কবির উদ্দিন ।
জগন্নাথপুর টুডে/বিপ্লব