লন্ডন অফিস:
লন্ডনে বাংলা মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট এমসি কলেজ এক্স-ষ্টুডেন্ট ইউনিয়ন ইউকের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ আগস্ট) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় এমসি কলেজের সাবেক প্রভাষক জামাল আহমদের সঞ্চালনায় লিখিত বক্তব্য তুলে ধরেন কলেজের সাবেক শিক্ষার্থী মকসুদ রহমান।
লিখিত বক্তব্যে বলা হয় যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সিলেট এম সি কলেজের হাজারো শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধনের লক্ষ্যে সম্প্রতি গঠন করা হয়েছে এম সি কলেজ এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন ইউ কে। সংগঠনটিকে সমগ্র যুক্তরাজ্য সহ সারা বিশ্বের বাংলা ভাষাবাসীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত এম সি কলেজের সাবেক শিক্ষার্থীদের সমন্নয়ে গঠিত এ সংগঠনটি দল মত নির্বিশেষে সকলের একটি প্লাটফর্ম হয়ে কাজ করবে। এই প্লাটফর্ম প্রবাসে বসবাসরত এম সি কলেজের সকল সাবেক শিক্ষার্থীদের যোগদানের জন্য আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে এ সংগঠনটি গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
এর মধ্যে রয়েছে এম.সি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি প্লাটফর্ম যেখানে আমরা দেখা করতে পারি, শুভেচ্ছা বিনিময় এবং একসাথে বসতে পারি। সমস্ত এম.সি. কলেজ প্রাক্তন ছাত্র, বর্তমান বা অতীতের ইতিহাস, প্রতিভা, অবদান এবং অর্জনের প্রবর্তন এবং উন্নীত করা। সংগঠনের একটি সাংগঠনিক কাঠামো তৈরি করা যেখানে সংগঠন চালানোর জন্য সকল সদস্য স্বাধীনতা, গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্যান্য সুবিধা ভোগ করতে পারেন।
সাবেক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে একটি ক্লাব হাউস প্রতিষ্টা করা, উপকরণ, জ্ঞান, অর্থ, প্রতিভা ইত্যাদির সাথে এমসি কলেজকে সাহায্য করা। সবার সাথে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি ট্রাস্ট তহবিল করা, প্রতি বছরে যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলনীর আয়োজন করা।
লিখিত বক্তব্য পরবর্তীতে এম,সি, কলেজ এক্স-স্টুডেন্ট ইউনিয়ন ইউকের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য ও আগামী পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ আশরাফুল ইসলাম, মতিউর রহমান রানা, মোঃ মুহিব চৌধুরী, আব্দুর রাকিব, আব্দুল বাছিত বাদশা, আব্দুল কাদির চৗধুরী মুরাদ, মুহম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী ইবনে আম্বিয়া, শাহ মুয়ীজুর রহমান শামীম,
মোঃ হুমায়ুন কবির মাহিন, ড: এম ,এন, আলম, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জামাল আহমদ, মুসলেহ উদ্দিন আহমদ, মকসুদ রহমান। সভা শেষে উপস্থিত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানার্থে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
জগন্নাথপুর টুডে/ এইচ কে