লন্ডন অফিস:
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘উইমেন এমপিস অব দ্য ওয়াল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
স্পিকার ‘উইমেন এমপিস অব দ্য ওর্য়াল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন এবং নিমন্ত্রণের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে আন্তরিক ধন্যবাদ জানান। ’ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশিত হয়।
এতে প্রথম ছবিটিই প্রধানমন্ত্রী থেরেসা মে ও ড. শিরীন শারমিন চৌধুরীর। নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের সম্মেলনটি আয়োজন করে হাউস অব কমন্স।
জগন্নাথপুর টুডে/১৮