আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা’কে আবার ক্ষমতায় আনতে হবে বলে অভিমত ব্যাক্ত করেছেন বৃটেনে বসবাসরত বাঙ্গালী বিশিষ্ট জনেরা। সোমবার (১৯ নভেম্বর) লন্ডনের একটি কলেজ অডিটোরিয়ামে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন লন্ডন বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে “একাদশ জাতীয় নির্বাচন: প্রবাসীদের করণীয়” শীর্ষক সেমিনারে বক্তারা বলেন,
গত দশ বছরে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা’কে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।আর সেজন্য প্রবাসী বাঙ্গালীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। উন্নয়েনর এই বার্তা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে।
বিশেষ করে বৃটেনে বসবাসরত বাঙ্গালীরা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সময় শেখ হাসিনার পাশে রয়েছেন। লন্ডন বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবায়ের আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান জননেতা সুলতান মাহমুদ শরীফ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবি শাহ শামীম আহমদ। সাংবাদিক সারোয়ার কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েদ আহমদ সাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খাঁন, ইউরো বিডি নিউজ এর সম্পাদক সেলিনা আক্তার জোৎস্না, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা,
যুব শ্রমিক লীগের সভাপতি সৈয়দ বেলাল, শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের আহবায়ক রুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, জলিল চৌধুরী, রাহেলা শেখ, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক হেলাল, লন্ডন আওয়ামী লীগের আমিনুল হক জিলু, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ফারুক উদ্দিন আহমদ,
কাজী সাফায়াত, জামান আহমদ, সুমন আহমদ, শ্রমিকলীগের এম এ বাছির, আবু বক্কর খাঁন ,আশুক আহমদ, আশিক মিয়া, যুব মহিলা লীগ নেত্রী জেনিফার সারোয়ার লাক্সমী, যুবলীগ নেতা কবির আহমদ, যুব শ্রমিকলীগের হারিক কামালী, মজুমদার মিয়া, শাহ ইমরান প্রমূখ।
জগন্নাথপুর টুডে/১৮