লন্ডন অফিস :
নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর অফিস উদ্ধোধন- এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা ৷
বিপুল সংখ্যাক সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্টানে সৈয়দ নাহাস পাশা বলেন,ব্রিটেনের সামগ্রীক উন্নয়ন সমৃদ্ধ কমিউনিটি গঠনে নিরলস ভাবে কাজ করছেন সংবাদকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ৷
তিনি বলেন, সাংবাদিকরা সমৃদ্ধ কমিউনিটি গঠনে অবদান রাখছেন৷ নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন এর অফিস প্রতিষ্ঠা একটি সাহসী প্ৰদেক্ষপ ৷ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও
সেক্রেটারী আবু সাঈদ চৌধুরী সাদীর সঞ্চলনায় অনুষ্ঠানের সুচনাতে পবিত্র কোরআন থেকে তেলােয়াত করেন ট্রেজারার সাংবাদিক আহমদ আলী ৷ ফিতা ও কেক কেটে অফিস উদ্ধোধন করেন নাহাস পাশা ৷
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী চ্যানেল এসের চীপ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের,সাবেক সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক সেক্রেটারী সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী,
বর্তমান ট্রেজারার আসম মাসুম,বাংলা পোষ্ট সম্পাদক বারিষ্টার তারেক চৌধুরী, ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার ৷ উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিস্টেন্ট সেক্রেটারী মোহাম্মদ সোবান,সাপ্তাহিক পত্রিকার মতিউর রহমান চৌধুরী,
ট্রেনিং সেক্রেটারী ইব্রাহীম খলিল, প্রেস ও পাবলিসিটি সম্পাদক মোহাম্মাদ আব্দুল কাইয়ুম,ইভেন্ট সেক্রেটারী তত্তহিদ আহমদ, ব্রিট বাংলা নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক আব্দুল্লাহ কাইয়ুম, ওয়ান বাংলা নিউজ এর এডিটর জাকির হোসেন কয়েস,নির্বাহী সদস্য রহমত আলী,
এমরান আহমদ, হাবিবুর রহমান, পলি রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য সারওয়ার হোসেন প্রমুখ৷ সভায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট শেখ সুরত মিয়া আছাব,প্রধান উপদেষ্টা কাউন্সিলার হাসান খান,
ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ,সাবেক সভাপতি সৈয়দ সাদেক আহমদ, ভাইস প্রেসিডেন্ট গৌছুল ইমাম,সুজন সহ সাধারন সম্পাদক,গোলাম রব্বানী,কমিউনিটি নেতা মির্জা আসকির বেগ কাউন্সিলার আতাউর রহমান, রুহুল আমিন সোয়েব প্রমুখ ।
জগন্নাথপুর টুডে/১৮