লন্ডন অফিস :
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নর্বিাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ( ১০ ডিসেম্বর) র্পূব লন্ডনের ইষ্পেশন হলে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরীর পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদষ্টো শামছুদ্দিন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, আওয়ামী লীগ নেতা আ স ম মিজবাহ, সারব আলী, রবীন পাল, আনসারুল হক,
দেওয়া গৌছ সুলতান, জামাল আহমদ খান, আলীমুজ্জামান, যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, স্বেচ্ছাসেবক লীগের ছাদ আহমদ ছাদ, মহিলা আওয়ামী লীগের আঞ্জুমনোয়ারা আঞ্জু, শাহীনা আক্তার, সাজিয়া সুলতান স্নিগ্ধা সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
সভায় আওয়ামী লীগ সরকারের ১০ বছররে উন্নয়ন র্কমকান্ড তুলে ধরে শাহ শামীম আহমেদ এর সম্পাদনায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশ গ্রাম হবে শহর নামে একটি ম্যাগাজনি প্রকাশতি হয়। সভায় যুক্তরাজ্য প্রবাসীদদের আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে নৌকা র্মাকার পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান এবং প্রতিটি শাখা কমিটিতে নৌকা র্মাকার পক্ষে প্রচারণা সভা অনুষ্ঠানের নির্দেশ দেয়া হয়।
জগন্নাথপুর টুডে/১৮