যুক্তরাজ্য প্রতিনিধি :
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক পলি ইসলাম নতুন বছরে এমবিই (মেম্বার অব দ্যা মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার) খেতাবে ভূষিত হয়েছেন। জনহিতকর কাজের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার জন্য তাঁকে এই খেতাব দেয়া হয়। ব্রিটেনের রানির জন্মদিন ও নববর্ষে বিভিন্ন ক্যাটাগরির খেতাব প্রদান করা হয়। এরই অংশ হিসেবে তিনি এই খেতাব পেয়েছেন।
যুক্তরাজ্যের লুটনের বাসিন্দা পলি ইসলাম সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সদস্য জনাব মনোজ্জির আলী’র মেয়ে এবং গোলাপগঞ্জ উপজেলার আমকুনা গ্রামের আইনজীবী লুটন শহরের বাসিন্দা ব্যারিস্টার মঈনুল ইসলাম আহাদ এর সহধর্মিণী।
জগন্নাথপুর টুডে-১৯