জগন্নাথপুর টুডে ডেস্ক:
ওয়েস্ট লন্ডনের শেফার্ডবুশ এলাকায় অগ্নিকান্ডে ১ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন ২ জন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রবিবার (২০মে) সকালে শেফার্ডবুশ এলাকার ইউ ট্রি রোড়ের একটি ঘরে আগুন লাগে। খবর পেয়ে ৪টি ফায়ার ইঞ্জিন এবং ২১ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় ঘটনা স্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শ্বাসকস্ট জানিত কারনে দুইজনকে প্যারিমেডিক টিম চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে।
আগুনের সূত্রপাত হয় ভোর ৪টায় আর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রনে আনে ৫টা ২৮ মিনিটে।
জ.টুডে-২১ মে ২০১৮/বিডিএন