মুহাম্মদ শাহেদ রাহমান , লন্ডন থেকে:
সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯ জুলাই ২০১৯) লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় হিথরো আন্তজার্তিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি অবতরণ করে।এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
এদিকে বিমানবন্দর থেকে তাজ হোটেলে পৌছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি অধ্যাপক আবুল হাসেম, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭দিনের সরকারি সফরের প্রারম্ভে শনিবার ইউরোপে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের সম্মেলনে অংশ নেবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশী ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন ।