আমিনুল হক ওয়েছঃ-
হজ্জ ও উমরাহ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ম্যানচেস্টারের আল আবিদ ট্রাভেলসের উদ্যোগে হাজীদের সম্মানে স্থানীয় একটি ব্যাংকুয়েটিং হলে এক দুআ মাহফিল ও নৈশ ভোজের আয়োজন করা হয় গত পহেলা অক্টোবর মঙ্গলবার। আল আবিদ ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা আবদুল হাই এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খান। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক হাজী সাহেবদের উপস্থিতিতে আনন্দপূর্ণ এ মিলনমেলায় কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, আলহাজ্জ ময়নুল আমীন বুলবুল, আলহাজ্ব সুরাবুর রহমান, আলহাজ্ব মান্নান খান, আলহাজ্ব আলাউদ্দীন আহমদ, কাউন্সিলর আবদুল মালিক, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান লস্কর প্রমুখ। উপস্থিত সুধীবৃন্দ আল আবিদ ট্রাভেলসের এই ধারাবাহিক হজ্জ ও উমরাহ সেবার জন্য কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। মাহফিলে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি এবং মরহুম উম্মতে মুহাম্মাদীর মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।