জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত ৬ ডাকাতের মধ্যে ৩ ডাকাতকে বৃহস্পতিবার (৩১ মে) ১দিনের রিমান্ডে থানায় আনা হয়েছে।
পুলিশ জানায় রিমান্ডে আনা ডাকাতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দিত ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে ছালিক মিয়া (২৭), বুরাইয়া গ্রামের ঠাকুরধন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়নপুর গ্রামের আসক আলীর পুত্র দুলাল মিয়া (২৮)।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চকতিলক গ্রামের সাতবিলা হাওরের পশ্চিম পাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জগন্নাথপুর উপজেলার চক তিলক গ্রামের মৃত ইয়াছিন উল্ল্যার ছেলে মানিক মিয়া (৪৯), পশ্চিম তিলক গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে ছালিক মিয়া (২৭),
পাটকুড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জুনু মিয়া (৩২), বুরাইয়া গ্রামের ঠাকুরধন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া মিরপুর গ্রামের মৃত মিয়াধন উল্ল্যার পুত্র আলমগীর হোসেন (২৭), শাহারপাড়া নারায়নপুর গ্রামের আসক আলীর পুত্র দুলাল মিয়া (২৮) গ্রেফতার করা হয়।
জ.টুডে-৩১মে২০১৮/বিডিএন