স্টাফ রিপোর্টার:
বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) কর্তৃক পূর্ব লন্ডনে বছরের সেরা এ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন লন্ডনের ক্যামব্রিজ নিউ মার্কেট রোড এলাকার কারি রেস্টুরেন্ট পিপাসার পরিচালক জগন্নাথপুরের আব্দুল হাই ও মধু মিয়া। ২৭ অক্টোবর পার্ক প্লাজা ওয়েস্ট মিনিস্টার ব্রিজ হোটেল লন্ডনে আয়োজিত অনুষ্টানে কারি রেস্টেুরেন্ট পিপাসার পরিচালক আব্দুল হাই ও মধু মিয়াকে এ্যাওয়ার্ডের ট্রপি এবং সার্টিফিকেট তুলে দেয়া হয়। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের মরহুম আছদ্দর আলীর ছেলে আব্দুল হাই ও একই ইউনিয়নের কুবাজপুর গ্রামের মরহুম আলহাজ আলতা মিয়ার ছেলে মধু মিয়া বাবা মায়ের সাথে ছোট বেলা থেকেই লন্ডনে পাড়ি জমান। সেখানে একাডেমিক শিক্ষা সম্পন্ন করে ব্যবসায় জড়িয়ে পড়েন। লন্ডনের ক্যামব্রিজ শহরের নিউ মার্কেট রোড এলাকায় কারি রেস্টুরেন্ট পিপাসা প্রতিষ্টা করে দীর্ঘ ২০বছর ধরে সুনামের সাথে ব্যবসা চালিয়ে আসছেন। আর্ত মানবতার কল্যাণ সহ শিক্ষা ও সামাজিকতায় অনন্য অবদান সৃষ্টিকারী সদা হাস্যজ্জল দক্ষ ও কর্মঠ আব্দুল হাই ও মধু মিয়া ইতোমধ্যে লন্ডনে কারি ব্যবসায় সুনাম অর্জন করেছেন। লন্ডনে বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) কর্তৃক ক্যামব্রিজ নিউ মার্কেট রোড এলাকার কারি রেস্টুরেন্ট পিপাসার পরিচালক জগন্নাথপুরের আব্দুল হাই ও মধু মিয়া পূর্ব লন্ডনে বছরের সেরা এ্যাওয়ার্ডে ভুষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট এর জগন্নাথপুর প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সম্পাদক মো: আব্দুল হাই।