আমিনুল হক ওয়েছ, লন্ডন অফিস:
সিলেট এমসি কলেজ ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক লেখক ড. জফির উদ্দিন সেতুকে লন্ডনে এমসি আইটিসি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এছাড়াও ড. জফির সেতু সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে সফরে আসায় এমসি আইটিসি ইউকের উদ্দ্যোগে প্রীতিসভা ও ক্লাবের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্টিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের স্টেপনিগ্রীনে বিন এন্ড লিফ ক্যাফেতে আয়োজিত অনুষ্টানে
প্রধান অতিথির বক্তব্যে ড. রোয়াব উদ্দিন এমসি আইটিসি ইউকের প্রশংসা করে বলেন, বাংলাদেশের একজন গবেষক, শক্তিমান কবি, মাতৃভাষার শিক্ষক ড. জফির উদ্দিন সেতুর কর্মময় জীবনের স্মৃতি গাঁথা তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন অনুষ্টানে এসে আমার মনে হচ্ছে আমি এখন বাংলাদেশের এমসি কলেজের ক্যাম্পাসে আছি। এমসি কলেজের স্মৃতির সেতার এখনো আমাদের অন্তরে নাড়া দেয়। ড. জফির সেতু হলেন জ্ঞানের স্ফুরণ, বিকিরণ। তিনি যে জ্ঞান শিক্ষা দিচ্ছেন তা সমাজকে আলোকিত করছে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. জফির সেতু বলেন লন্ডনে এমসি আইটিসি ইউকের প্রীতিসভা ও ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এধরনের একটি ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়।
তিনি আয়োজকদের প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন অনুষ্টানে একঝাঁক মেধাবী মূখকে দেখতে পেয়ে তাদের কথা ও স্মৃতি আজীবন আমার হৃদয়ে অম্লান হয়ে থাকবে। ড. জফির সেতু এমসি কলেজের স্মৃতিচারণ করে আরো বলেন এমসি কলেজ হচ্ছে স্বপ্নের জায়গা ভালোবাসার জায়গা।
তিনি এমসি কলেজের প্রতিষ্ঠার ইতিকথা ও (পূর্বে প্রস্তাবিত) সিলেট বিশ্ববিদ্যালয় গঠন নিয়ে নানা নাটকের ইতিকথা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ ও এমসি আইটিসির প্রতিষ্ঠাতা সদস্য লেখক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমান,
জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও এমসি আইটিসির প্রতিষ্ঠাতা সদস্য মো: সাজিদুর রহমান, সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক সাহেদা শিমুল। এমসি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ক্লাব ইউকের প্রেসিডেন্ট তাজুল ইসলামের সভাপতিত্বে ও
জয়েন সেক্রেটারি ইমরান মাহমুদের পরিচালনায় প্রীতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি আইটিসি ইউকের সেক্রেটারি আজমল হোসেন ইমরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের রোটারেক্ট ক্লাবের সাবেক সেক্রেটারি আব্দুস সোবহান, জাহাঙ্গীর হোসেন,
ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজ সিলেটের আজীবন সদস্য কবির আহমদ, এমসি আইটিসি ইউকে‘র সদস্য মাহমুদ রেজা, বাবুল আহমদ, আব্দুল মালেক, আব্দুল হামিদ খান সুমেদ, মো. আব্দুল জলিল, আব্দুর রহমান চৌধুরী, মুরাদ চৌধুরী প্রমূখ।
জ.টুডে- ৪ জুলাই ১৮/বিডিএন