লন্ডন অফিস :
যুক্তরাজ্যের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আহবাব হোসেনের উদ্দোগে ক্যানারী ওয়ার্ফ গ্রুপের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্যানারী ওয়ার্ফ লাল সবুজের রঙিনে সুসজ্জিত।
সোমবার (২৯ মার্চ ২০২১) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে নান্দনিক ও তাৎপর্যপূর্ণ করে গড়ে তুলতে বিলেতে লাল সবুজের রঙিনে সুসজ্জিত করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন-
স্যার জর্জ, টাওয়ার হ্যামলেটস এর মেয়র জন বিগস, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, হাওয়ার্ড ডবার, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা ইসলাম, জাকির খান ও শেখ আলিউর রহমান প্রমুখ।
স্পীকার আহবাব হোসেন বলেন- বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি খুব ঝাঁকজমকপূর্ন ভাবে বিলেতের মাটিতে পালন করার ইচ্ছে ছিল কিন্তু করোনাকালীন সময়ে লকডাউনের কারণে সবকিছুই সরকারি বিধিবিধান মেনেই করতে হয়। যার কারনে বিশালাকারে করার ইচ্ছে থাকলেও আমার মতো অনেকেই তা করতে পারেননি। আশা করি করোনাকালীন বৈরী সময় আমরা একদিন কাটিয়ে উঠবো। আপনারে ঘরে থাকুন , লকডাউনের সরকারি নীতিমালা মেনে চলুন।