র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল বিশেষ মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত ১১ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ।
শুক্রবার (২০ জুলাই) এএসপি নাহিদ হাসান , সিলেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল, সমন্বয়ে সিলেট এসএমপি‘র বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১২গ্রাম গাঁজা, ৫টি মোবাইল সেট এবং ৫টি সীম কার্ড সহ ১১জন মাদক সেবীকে আটক করে।পরে বিশেষ ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে।
দন্ডপ্রাপ্ত মাদক সেবীরা হচ্ছে দক্ষিণ সুরমা থানার ভার্তখোলার সাইদুর রহমান (৩১) খলিলুর রহমারে ছেলে ফজর আলী (২০) মেনিতলার ফজর আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (৩০) মাহমুদ আলীর ছেলে আব্দুল মোনাফ (৪৫) বড়ইকান্দি এলাকার মুসলিম মিয়ার ছেলে পিটন মিয়া (২৫) এয়ারপোটর্ থানার বাদাম বাগিচা এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ জাকির (২২) ওসমানী নগর থানার বেগমপুর গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ার আলী (২৯)
কোতয়ালী থনার সাগরদিঘিরপাড় এলাকার আবুল কাশেমের ছেলে মাছুদ মিয়া (১৯) জকিগঞ্জ থানার রায়পুর গ্রামের হারুন আলীর ছেলে নাজমুল (২১) ও রফিক আহমেদের ছেলে রুবেল মাহমুদকে (১৮) বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং খোকন খানকে (৪৫) ১হাজার টাকা জরিমানা আদায় পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে।
র্যাব-৯, সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গ্রেফতারকৃত মাদক সেবীদের নিকট থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধবংস করা হয়েছে এবং জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। দন্ডিত মাদক সেবীদেরকে সিলেট জেলা করাগারে হস্তান্তর করা হয়েছে । বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/বিপ্লব