র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের নেতৃতে একটি অভিযানিক দল শুক্রবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এস এম পির মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রীরামপুর চৌমোহনী বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে থেকে ১টি সিএনজি ও বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের সেলিম আহমদের ছেলে জাহেদ আহমদ (২১) ও একই উপজেলার পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (২৬)। র্যাব এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে সিলেট যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর চৌমোহনী বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে সিএনজিটিকে থামার সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় সিএনজির টুল বক্সে থাকা ১০ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫০ লাখ ১২ হাজার ৫শ টাকা। এসময় আরো ২ মাদক ব্যবসায়ী সিলেট জেলার মোগলাবাজার উপজেলার গোটাটিকর রোড নং ৪ এর ১৪নং বাসার মৃত মছদ্দর আলীর ছেলে পারবান হোসেন ও জকিগঞ্জ উপজেলার পশ্চিম বেউর গ্রামের ছানুয়ার আলী উরফে ছানই মিয়ার ছেলে বদরুল হক বদু পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য, সিএনজি ও আটককৃতদের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর টুডে/বিপ্লব