স্টাফ রিপোর্ট ঃ এবার বিশেষ পুরস্কারে ভূষিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ।
পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার সদর মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং মামলা নিষ্পত্তিতে অগ্রণী ভূমিকা পালন করায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
এর আগে তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ছাড়াও মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদানের পর ৫ম বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় পুলিশ অফিস কনফারেন্স রুমে পুলিশ সুপার, মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) অপরাধ সভায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে বিশেষ পুরস্কারের ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্হিত ছিলেন।
অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, বিশেষ পুরস্কারের
এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।
জটুডে /এহাই
,