টুডে ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৪০টির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য- সিসিক নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৯৪ জন। এর মধ্যে মেয়র প্রার্থী ৭ জন, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত আসনে ৬২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহম্মদ কামরান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের ডা. মো. মোয়াজ্জেম হোসেন খান (হাতপাখা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মো. আবু জাফর (মই) এবং স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের (টেবিল ঘড়ি), মো. এহসানুল হক তাহের (হরিণ) ও মো. বদরুজ্জামান সেলিম (বাস)।
নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭শ ৩২জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪শ ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২শ ৮৮ জন নারী ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জগন্নাথপুর টুডে /বিপ্লব