র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি শটগান ও ৩ রাউন্ড গুলিসহ আন্ত: জেলা ডাকাত দলের সর্দার আবুল হোসেন রিপনকে (৩০) আটক করা হয়েছে।
আটককৃত আবুল হোসেন রিপন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার নাইওরপুল গ্রামের মৃত তৈয়ব উল্ল্যার ছেলে। র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপির কোতয়ালী থানা এলাকার আম্ভরখানা পয়েন্টে র্যাব-৯ এর চেক পোস্ট তল্লাশী চৌকি পরিচালনা করা হয়।
এ সময় ২ ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাদেরকে অনুসরণ করা হয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে আ¤¦রখানা পয়েন্টের সাপ্লাই রোড সংলগ্ন ডিঙ্গি রেষ্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আবুল হোসেন রিপনকে (৩০) আটক করতে সক্ষম হলেও অপরজন বিশ্বনাথ উপজেলার মদনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আইনুল (৩২) পালিয়ে যায়।
এসময় আবুল হোসেন রিপনের শপিং ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে ১টি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আবুল হোসেন রিপন আন্তঃ জেলার ডাকাত দলের সর্দার। আটককৃত আবুল হোসেন রিপন সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল বলে সে স্বীকার করেছে।
আবুল হোসেন আটকের সংবাদে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। উদ্ধারকৃত শটগান, গুলি ও আটককৃত রিপনকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/ এইচ কে