র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিতিত্তে এসএমপি‘র কোতয়ালী থানার আম্ভরখানা পয়েন্ট এলাকায় নগর রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে বর্তমানে সিলেট শামিমাবাদ এলাকার বাসিন্দা আনু বেগম (২৬) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বর্তমানে সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা আমির আলী (২৮)।
র্যাব-৯ এর প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, এসএমপি‘র কোতয়ালী থানা এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করছিল এমন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন নগর রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আনু বেগম ও আমির আলীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আনু বেগম ও আমির আলী ঐ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। আটককৃতরা দীর্ঘদিন যাবত নেশাজাতীয় মাদক দ্রব্য বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/ এইচ কে