র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের সিনিয়র এ এসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ আগষ্ট) এসএমপির জালালাবাদ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মিয়াদন উরফে টুনু মিয়া (৪৮) কে ৬৫ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদসহ আটক করেছে।
আটককৃত মিয়াদন উরফে টুনু মিয়া সিলেট জেলার জালালাবাদ থানার সতের মাজপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
এসএমপির জালালাবাদ থানাধীন পিটারগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাট খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৬৫ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মিয়াদন উরফে টুনু মিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত টুনু মিয়া বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে / এইচ কে