টুডে ডেস্ক:
সোমবার সুশান্ত বিশ্বাস (৪৮) নামের এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউনিয়নের কেনুভাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সুশান্তের পিতার নাম মৃত শান্তি রঞ্জন বিশ্বাস।
গ্রেফতারের সময় সুশান্ত বিশ্বাসের বাগান থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করে নাজিরপুর থানায় নিয়ে আসে পুলিশ।
নাজিরপুর থানার এস আই মোঃ হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুশান্ত বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, সুশান্ত বিশ্বাস ৬ মাস আগে এই গাঁজা গাছ তার বসত ঘরের পিছনে রোপন করে।
গাছ তুলে নিয়ে আসার সময় সুশান্ত বিশ্বাস পুলিশকে অনুনয় করে বলে, ‘আমাকে মেরে ফেলেন কিন্তু আমার গাছ উপড়ে ফেলবেন না।
গ্রেফতারকৃত গাঁজা চাষী সুশান্ত বিশ্বাস জানায়, শখের বসে ও নিজে সেবন করার জন্য তিনি এই গাঁজা গাছ রোপন করেন।নাজিরপুর থানার ওসি মো: হাবিবুর রহমান জানান এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
টুডে-২১ মে ২০১৮/বিডিএন