লন্ডন প্রতিনিধি::
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে অভিনন্দন জানিয়েছেন জুবায়ের আহমদ । যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য ছাত্র লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার বৃহত্তর পীরের গাওঁ চিতুলিয়া গ্রামের বাসিন্দা জুবায়ের আহমদ অভিনন্দন বার্তায় বলেন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ ভ্যানগার্ড আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে যুবলীগ সকল অনিয়ম আর অপ রাজনীতির কালো ছায়া জয় করে এগিয়ে যাবে অতীত ঐতিহ্যের আলোকে । দেশে এবং প্রবাসে যুবলীগ আরো শক্তিশালী করতে তাঁদের যোগ্যতা ও মেধা কাজে লাগিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন এমন প্রত্যাশা করেন জুবায়ের আহমদ। সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন নেতৃত্ব উপহার দেয়ায় তিনি গণতন্ত্রের মানষকন্যা, বিশ্বনেত্রী, রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার প্রতি ও কৃতজ্ঞতা জানিয়েছেন।