জগন্নাথপুর টুডে ডেস্ক:
স্কুলপড়ুয়া মেয়ে মুন্নী খাতুন কে (১৩) বয়স বাড়িয়ে বিয়ে দেয়ার অপরাধে জেল হাজতে পাঠানো হয়েছে মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে। মঙ্গলবার দুপুরে মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, তানোর উপজেলার চাঁন্দুড়য়িা ইউনয়িনরে আরাজি একতারপুর গ্রামের মেয়ের বাবা সাইদুল ইসলাম (৪০) বারদিবা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাবেক ইউপি মেম্বার লুত্ফর রহমান (৪৫)। এছাড়া অন্যান্য আসামিরা হলেন, বর ইমন (২০), প্রতিবেশী আলতাব হোসেন(৩৫) ও মৌলভী সুমন (৩৫)।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।
জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন