ডেক্স নিউজ:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের সঙ্গে বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ ও তাদের সংস্পর্শে যাওয়ার কারণে রমজান আলী রুবেল (৩৪) নামে এক টিভির ক্যামেরাপারসনকে আটক করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে জেলা প্রশাসন ।
ক্যামেরা পারসন রমজান আলী রুবেল শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের মতি মিয়ার ছেলে। সে চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন। জানা যায়, শনিবার (২১ মার্চ) দুপুরে সংবাদের ভিডিও সংগ্রহের জন্য গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যাতীত কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তাদের সংস্পর্শে যাওয়ার কারণে জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ২১ মার্চ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সযোগে এনে পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমতি ছাড়া এবং কোন প্রটেকশন না নিয়ে কোয়ারেন্টাইন কেন্দ্রে প্রবেশ করায় এবং জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ১৪ দিনের জন্য ওই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।