জগন্নাথপুর টুডে ডেস্ক:
ইয়াবাসহ কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টু ও তার ভাই মো. সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের মান্দারী বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
ভুট্টু পার্শ্ববর্তী হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর এবং চাঁদপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। কাউন্সিলর ভুট্টু ও সোহেল হাজীগঞ্জ উপজেলার রান্ধনী মুড়া গ্রামের মৃত আবু তাহের মাষ্টারের ছেলে।
পুলিশ বলছে, তারা দীর্ঘদিন রামগঞ্জ এবং হাজীগঞ্জে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ইয়াবার বিক্রির উদ্দেশে কলচমা মান্দারী বাড়ির সামনে অবস্থান নিলে পুলিশ তাদের গ্রেফতার করে।
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, খোরশেদ আলম ভুট্টুর বিরুদ্ধে হাজীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা ও তার ভাই সোহেলে বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
জ.টুডে ২২জুন ২০১৮/বিডিএন