সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সোমবার (১৫ ই জুন) সকালে মহান জাতীয় সংসদে শোক জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্।
জাতীয় সংসদের ২০২০-২০২১ অর্থ বৎসরের বাজেট অধিবেশনে সম্পূরক বাজেটের চাটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দানের প্রারম্ভে তিনি বলেন, মাননীয় স্পীকার সিলেটের জনপ্রিয় সাবেক মেয়র শ্রদ্ধাভাজন বদর উদ্দিন কামরান কোভিট -১৯ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। জনাব কামরান সিলেটের আপাময় মানুষের একজন প্রিয় নেতা ছিলেন, এবং তাকে সব সময় বলা হত জনতার মেয়র জনতার কামরান, তিনি সব সময় মানুষের সাথে থাকতেন।
পীর মিসবাহ্ এমপি আরও বলেন, তিনি মৃত্যুবরণ করেছেন আমি মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করি। এক শোক বার্তায় তিনি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক জানিয়ে বলেন, শ্রদ্ধাভাজন বদর উদ্দিন আহমদ কামরান আমার অত্যন্ত আপন মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমি নির্বাক হয়েছি। তিনি সিলেটের মানুষের ভালবাসায় শিক্ত হয়ে বার বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, তার শূণ্যতা পূরণ হবার নয়। তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়ে।আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ্ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
জে টু ডে/জে.এম