স্টাফ রিপোর্টার::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -৯ এর উপ-অধিনায়ক মেজর মো: শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টায় অভিযান চালিয়ে সিলেট মহানগরীর মধুবন মার্কেট এলাকা থেকে ছিনতাইকারী জাহেদ আহমেদকে (৩৬) গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি টিপ চাকু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহেদ সিলেট মহানগরীর বনখোলাপাড়া এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সহ গ্রেফতারকৃত ছিনতাইকারী জাহেদ আহমেদ কে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।